资 源 简 介
কেন স্বাধীন ফন্ট?
বাংলাদেশে ইউনিকোড আন্দোলন শুরু করার পর থেকে অগ্রবর্তী ভূমিকা পালন করে অভ্র কীবোর্ড। বর্তমানে বাংলা ১৫-২০ টির মত ইউনিকোড ফন্ট রয়েছে। তবে এসব ফন্টের মধ্যে কোনটিই প্রিন্টিং এবং একাডেমিক কাজের জন্য যথাযথ উপযুক্ত ছিল না। সরকারের পক্ষ থেকে বাংলা ফন্ট আদর্শীকরণের ফলে নতুন যে ফন্টগুলি চালু হয়েছে তা প্রিন্টিং এর জন্য খুব একটা কাজে দেবে না বলেই বিশ্বাস আমাদের।
সোলায়মানলিপি প্রিন্টিং এর জন্য আগে ব্যবহৃত হলেও এ ফন্টের কিছু ত্রুটির ফলে তা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছে। হ+ন, হ এর নীচে হলন্ত দিলে নিচে নেমে যেওয়া ইত্যাদি বিভিন্ন সমস্যার কারণে সোলায়মানলিপি প্রিন্টিং এর জন্য সেরা ফন্ট হতে পারে নি।
এল স্বাধীন ফন্ট
তাই স্বাধীন টিম নিয়ে এল সম্পূর্ণ নতুন ফন্ট - স্বাধীন ফন্ট। স্বাধীণ ফন্টের প্রধাণ বিশেষত্ব হল আপনি এতদিন যেরকম বাংলা দেখে অভ্যস্ত, লিখে অভ্যস্ত ঠিক সেরকমই একটি ফন্ট। যুক্তবর্ণসহ সকল বিষয়ের উপর নজর দেওয়া হয়েছে। তাছাড়া আমরা এই ফন্টের সাথে ক্যানোনিকাল টিমের তৈরী উবুন্টু ফন্